হাওড়া,১৩ এপ্রিল:- টোল ফ্রি নম্বরে শুধুমাত্র করতে হবে একটি ফোন। আর তারপরেই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে যাবে এলাকাবাসীর হাতে। লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী মানুষের পাশে দাঁড়াতে এমনই উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করেছে প্রশাসন। এই সময়ের মধ্যে রাস্তায় যেতে সাধারণ মানুষ রাস্তায় না বেরোয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে বারেবারে। সেই নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহে সমস্যায় পড়েছেন মানুষজন। কিন্তু এই লকডাউনের মধ্যেই এলাকাবাসীর কাছে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল হাওড়া পুরসভা। বিশেষ করে হাওড়া পুরসভার বেশ কিছু এলাকায় সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে ১ থেকে ৬ নং নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে এই পরিষেবা। রবিবার থেকে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়।
সোমবার থেকে তা পুরোদমে চালু হয়েছে বলে জানা গেছে। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। অর্ডার দেওয়ার টোল ফ্রি নাম্বার ১৮০০ ১২১ ৫০০ ০০০। এ ব্যাপারে হাওড়া পুরসভা জানিয়েছে অর্ডার দেওয়া দ্রব্যের মূল্য হতে হবে ২০০ টাকার উপর এবং ১০ কেজির নিচে। প্রতি ব্যক্তি দিনে একবারের বেশি অর্ডার দিতে পারবেন না। তালিকাভুক্ত ৪৩ টি আইটেমের ওপরই অর্ডার দিতে হবে। কোনও জিনিস অর্ডার দিলে প্রথমে তার অর্থ মূল্য আদায় করা হবে এরপর প্রদেয় তালিকার পর্যায়ক্রম মেনে জিনিস দেওয়া হবে। শুধুমাত্র মুদিখানার সামগ্রীই এর মাধ্যমে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে হাওড়া পুরনিগম ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতুবন্ধন এর কাজ করছে। কোন অবস্থাতেই সরাসরি কোন প্রকার বিক্রিবাটার সঙ্গে তারা জড়িত নয়। এদিকে, পুরসভার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু মানুষ।