এই মুহূর্তে জেলা

লকডাউনে একসাথে ১৫টি পরিবার অনাহার অর্ধাহারে আমবাগানে বন্দী মালদার রায়পুর এলাকায়।

 

মালদা,১১ এপ্রিল:- লকডাউনে একসাথে ১৫টি পরিবার অনাহার অর্ধাহারে আমবাগানে বন্দী। শিশু মহিলাসহ প্রায় ৭৫ জন রয়েছেন তাঁরা। মালদা জেলার পুরাতন মালদার রায়পুর গ্রামের এক আমবাগানে রয়েছেন সকলে।জুটছে না খাবার। গ্রামের বাসিন্দারা মাঝে মধ্যে যে খাবার দিচ্ছে তা থেকেই দিন গুজরান করতে হচ্ছে তাঁদের। ২৪ পরগনার আমডাঙার বাসিন্দা এই ১৫ পরিবারের সকলে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জড়িবুটি বিক্রি করে। যাযাবরের মতোই জীবন যাপন। যেখানে যায় সেখানেই তাঁবু খাটিয়ে বাস, সেখানেই রান্না খাওয়া। পুরুষ, মহিলারা ঘুরে ঘুরে এলাকায় বিক্রি করে জড়িবুটি।  আমডাঙা থেকে মালদায় তাঁরা লকডাউনের আগেই চলে আসে। পরে আর ঘরে ফেরার সুযোগ হয়নি।এই অবস্থায় এতদিন ধরে লকডাউন থাকায় সঙ্গের খাদ্যদ্রব্য অনেক আগেই ফুরিয়েছে। জড়িবুটি বিক্রি বা অন্য রোজগারের সুযোগও নেই। ফলে হাতে অর্থও নেই। এই পরিস্থিতিতে চরম সঙ্কটে এই ১৫ টি পরিবার। রায়পুর গ্রামে আম বাগানের মধ্যে তাঁবু খাটিয়ে বাস করছে তাঁরা। টানা কয়েকদিন অনাহারেই থাকতে হয় তাঁদের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.