এই মুহূর্তে জেলা

লকডাউনে ঘরবন্দি শিশুদের একঘেয়ামী কাটাতে খেলার সামগ্রী তুলে দিলো বাঁশবাড়িয়া একটি ক্লাব।

সুদীপ দাস,৭ এপ্রিল:- অভিনব উদ্যোগ নিল হুগলির বাঁশবেড়িয়ার একগুচ্ছ ক্লাব সংগঠন । এদিন বাঁশবেড়িয়া পৌরসভা ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় এই সমস্ত ক্লাবগুলির সদস্যরা এলাকার  ওয়ার্ডের যে সমস্ত শিশুরা আছে তাদের হাতে চকলেট , লজেন্স ,পাউরুটি , কেক , ম্যাগি সহ খাদ্যবস্তু বাচ্চাদের হাতে তুলে দিল। এর সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে বাড়িতে বসে একাকীত্ব না বোধ করেন তার জন্য তাদের প্রত্যেক পরিবার কে একটি করে লুডো সহ খেলার সামগ্রী উপহার দেয় এই সমস্ত ক্লাব সংগঠনের সদস্যরা । শুধু তাই নয় ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা সঙ্গীত পরিবেশন করে করোনার বিরুধ্যে কিভাবে লড়াই করতে হয় মানুষকে সে বিষয়ে সচেতন করছেন এবং যাতে এই মারণ রোগ থেকে মানুষ দূরে থাকে সেটা গানের মাধ্যমে তারা প্রচার করছেন। এ সম্বন্ধে বলতে গিয়ে উদ্যোক্তারা জানান ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকার গরিব মানুষদের বাড়ি বাড়িতে খাদ্যবস্তু পৌঁছে দেয়া হয়েছে ।দেয়া হচ্ছে পর্যাপ্ত রেশন। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের এখানে যে সমস্ত ছোটরা আছে যে সমস্ত শিশুরা আছে তাদের জন্য কিছু করা দরকার ।তার জন্য আমাদের আজকের এই প্রয়াস। আগামী দিনেও আমরা এই চেষ্টা চালিয়ে যাব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.