এই মুহূর্তে জেলা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হাওড়া শহরকে জীবাণুমুক্ত করার কাজে নামল হাওড়া পুরসভা।


 

হাওড়া, ৫ এপ্রিল:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। তারমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে হাওড়া পুর এলাকা জীবাণুমুক্ত করার কাজ শুরু করল পুরসভা। প্রায় জনা পঞ্চাশেক পুরকর্মী বিভিন্ন দলে ভাগ হয়ে একেকটি এলাকায় এই কাজ করছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে। সরকারি নির্দেশ মেনেই হাওড়া পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী কয়েকদিন আগেই রাজ্যের সবকটি পুরসভাকে ওই নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই শনিবার থেকে শহরের পথঘাট জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে পুরসভা। হাওড়া শহরের একেকটি ওয়ার্ডকে ধরেই করা হচ্ছে জীবাণুমুক্ত করার কাজ। পুরসভার ৬৬টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডেই হবে এই কাজ। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণ জানান,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                   পুরকর্মীদের ৬টি দল শহরকে জীবানুমুক্ত করার কাজ করছে। প্রত্যেক দলে ৬ থেকে ৭ জন কর্মী রয়েছেন। রাস্তা, বাড়ির দেওয়াল, রাস্তার ধারে থাকা লাইটপোস্ট প্রভৃতিতে জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করে চলছে করোনা ভাইরাস নির্মূল করার কাজ। উত্তর থেকে দক্ষিণ বা পশ্চিম গোটা হাওড়া শহরকেই জীবাণুমুক্ত করা হবে বলে জানান পুর কমিশনার। শুধুমাত্র একবার নয় নিয়মিতভাবেই সারা শহর জুড়ে এই জীবাণুমুক্ত করার কাজ চলতে থাকবে বলেও জানান তিনি। এই কাজের জন্যে প্রয়োজনীয় রাসায়নিক মজুত রয়েছে পুরসভার কাছে। করোনা ভাইরাসের সংক্রমণ রূখতে লকডাউনের পাশাপাশি এই জীবাণুমুক্ত করার কাজ সমামতালে চালিয়ে এই মারণ ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে বদ্ধপরিকর পুরসভা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.