এই মুহূর্তে জেলা

হাওড়ার মাদ্রাজিপাড়ায় দেড় শতাধিক দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

 

হাওড়া,৩ এপ্রিল:- লকডাউনের জেরে বন্ধ সব কাজ। বন্ধ রোজগার। হাওড়ার জিটি রোডের পাশে জুটমিলের উল্টো দিকে মাদ্রাজিপাড়ার প্রায় দেড় শতাধিক পরিবার খাদ্যসঙ্কটে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। সেই খবর পেয়েই ওই এলাকায় প্রত্যেক পরিবারের হাতে চাল, ডাল সহ খাদ্যসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হল প্রশাসনের তরফ থেকে। সেখানে পৌঁছে দেওয়া হল খাদ্যসামগ্রী। এছাড়াও হাওড়া সিটি পুলিশের শিবপুর থানার হাতে শুক্রবার দুপুরে ১৭৫ কেজি চাল, ২০ কেজি ডাল তুলে দিয়ে দরিদ্র পরিবারগুলির পাশে এসে দাঁড়ান সমাজসেবী মোহন বসু। অভিযোগ ওঠে গত এক সপ্তাহ ধরে ওই দিন আনা দিন খাওয়া পরিবারগুলি সমস্যার মধ্যে দিনযাপন করছেন। এদের অনেকেই কেউ ট্রলি ভ্যান, রিকশা, টোটো চালিয়ে দিন গুজরান করেন। অনেকে নির্মাণ শ্রমিকের কাজ করেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                  খবর জানাজানি হতেই উদ্যোগ শুরু হয়। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়। মোহনবাবুর মতো কেউ কেউ ব্যক্তিগতভাবেও এগিয়ে আসেন। এদের জন্য খাদ্যসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। মোহনবাবু বলেন, লকডাউনের সময় এদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছিলেন অসহায় পরিবারগুলি। পুলিশের মাধ্যমে এদের কাছে কিছু খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীদিনেও আরও ত্রাণ পৌঁছে দেওয়া হবে। হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রান্ত বিষয়ক নোডাল অফিসার অশোকনাথ চট্টোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রামকৃষ্ণপুর লেনের এক বাসিন্দা মোহন বসু কিছু খাদ্যসামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছেন। মাদ্রাজিপাড়ার বাসিন্দাদের হাতে তা তুলে দেওয়া হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.