এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ , তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ।

হুগলি ,৩১ মার্চ:- করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ নিয়ে এলেন এক গৃহবধূ। তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি l হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে l গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কোন্নগর এর বাসিন্দা পূর্ণিমা পারভীন ভর্তি হয় এই হাসপাতালে l রাতে দুই কন্যা ও এক পূত্রের জন্ম হয় l যদিও পরে এক কন্যা সন্তানকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে l

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.