এই মুহূর্তে কলকাতা

বৈধ রেশন কার্ডহীনদেরও রেশনসামগ্রী দেওয়ার আবেদন সোমেন মিত্রের।

 

প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- আজ একটি মেইল বার্তায় সোমেন বাবু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দারুণ দুঃসময়ে দল-মত নির্বিশেষে কাজ করার আহ্বান করেছেন। সোমেনবাবু এ প্রসঙ্গে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপণ করেন। মেইল বার্তায় সোমেন মিত্র উল্লেখ করেন যে, আমাদের রাজ্যে নতুন করে বিভিন্ন স্তরের রেশন কার্ড বিলির প্রক্রিয়া চলছে এবং সে প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাই কার্ড নেই যাঁরা তাঁরা যেন রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ দিয়ে সরকারের গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষের কাছেও রেশন সামগ্রী পৌঁছে দেওয়া জরুরি বলে সোমেনবাবু মনে করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.