এই মুহূর্তে জেলা

গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বেঁচে থাকার কিছু রসদ তুলে দিলো শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।

তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ দলীয় কর্মী এবং নেতৃবৃন্দের কাছে, যে বিপর্যয় নেমেএসেছে সারা পৃথিবী জুড়ে । সেই বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রতিনিয়ত আমাদের মানুষের পাশে থাকতে হবে। তাদের সুখ-দুঃখের সঙ্গে নিজেদের নিয়োজিত করতে হবে।মানুষের কাছে করনার আক্রমমনের যে ভয়ঙ্কর রূপ তা থেকে মানুষকে নিজেদের বাঁচিয়ে রাখার বার্তা দিতে হবে। ইতিমধ্য তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় দিনরাত এক করে এই কাজে ব্রতী হয়েছেন। এদিন শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের সম্পাদক পিন্টু নাগ ও পৌরসদস্যা মৌসুমী নাগ তার এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বেঁচে থাকার কিছু রসদ তুলে দিলেন। আলু , ডাল সহ শাকসবজি সহ অন্যান্য খাদ্যবস্তু তাদের হাতে তুলে দিয়ে পিন্টু বাবু জানালেন যে আমাদের নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা পথে নেমেছি। আমাদের লড়াই থামবে না যত দিন না করোনার থাবা আমাদের রাজ্য থেকে  যাবে এবং ততদিন আমরা এভাবে মানুষের পাশে থাকব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.