হাওড়া , ২৮ মার্চ:- করোনা নিয়ে নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মানুষকে সচেতন করতে হাওড়ায় বিভিন্ন রাস্তায় চলছে মাইকিং। শনিবার লকডাউনের সকালে হাওড়ার বাজার পরিদর্শন করেন রাজ্যের দুই মন্ত্রী। কথা বলেন সাধারণ মানুষ, ব্যবসায়ীদের সঙ্গেও। এদিন সকালে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ার বাঁকড়া বাজার, সলপ বাজার ও ডোমজুড় বাজার পরিদর্শন করেন। এর পাশাপাশি তিনি ডোমজুড় গ্রামীণ হাসপাতালে এসে ব্লক মেডিকেল হেলথ অফিসার এবং বিডিও’র সঙ্গে বৈঠক করেন। রাজীব ব্যানার্জি জানান, করোনা সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে খাবার পায় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে। তাই এই বাজারে এই ভিজিট।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারে ক্রেতারা যাতে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন সেই দিকটিও মানুষদের বোঝানো হচ্ছে। জনগণদের আবেদন করা হচ্ছে, তাঁরা যেন ঘরের মধ্যে থাকেন। সরকারি নির্দেশ মেনে চলেন। অন্যদিকে, এদিন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায় সকাল থেকেই হাওড়ার বিভিন্ন বাজার ভিজিট করেন। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। কোনওভাবেই যাতে না কালোবাজারি হয় সে বিষয়টিও গুরুত্ব দেন তিনি। অরূপ রায় বলেন, করোনা সতর্কতা হিসাবে সকলকেই সরকারি নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে। এনিয়ে মাইকিং করা হচ্ছে। প্রয়োজন ছাড়া কাউকে বেরতে নিষেধ করা হচ্ছে।