হাওড়া , ২৮ মার্চ:- করোনা ত্রাণকাজে নামল রামকৃষ্ণ মঠ ও মিশন। সঙ্ঘের সমস্ত শাখাকেন্দ্রকে ত্রাণ কাজে সামিল হতে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ , চেন্নাই , তামিলনাড়ু, দিল্লি সহ ভিন রাজ্যের সব শাখা কেন্দ্র থেকে ইতিমধ্যেই ওই ত্রাণকাজ চালু হয়েছে। স্যানিটাইজ়ার, মাস্কের পাশাপাশি দরিদ্রদের চাল, ডাল , আলু দেওয়া হচ্ছে। কোথাও আবার দেওয়া হচ্ছে তৈরি করা খিঁচুড়ি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান , দেশ জুড়ে লকডাউন পরিস্থিতির মধ্যেও ত্রাণ কাজ যতটা সম্ভব করা হচ্ছে। লকডাউন উঠে গেলে পুরোমাত্রায় করোনা-ত্রাণ কাজ শুরু করা হবে। এরাজ্যে থাকা রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কলেজে বানানো হচ্ছে স্যানিটাইজ়ার। সেই স্যানিটাইজ়ারের বোতল পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। তা ছাড়াও বিলি করা হচ্ছে কাপড়ের তৈরি মাস্ক। বেলুড় সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ জানান, সাধারণ সম্পাদকের নির্দেশমতো ত্রাণকাজ শুরু করা হয়েছে। এছাড়াও ঝাড়্গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফ থেকেও ত্রাণের কাজ শুরু হয়েছে । প্রত্যেককে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, গুঁড়ো দুধের প্যাকেট, বিস্কুট দেওয়া হচ্ছে। প্রতিদিন ২০০ জনকে দেওয়া হচ্ছে এই খাদ্যসামগ্রী।