চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- ডানকুনির সোনা বিস্কুট কারখানার কাজ শুরু করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের বক্তব্য গতকাল কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে শ্রমিকদের জানায় আজ সকাল থেকে সোনা বিস্কুট কারখানার কাজ শুরু হবে। তাদের বক্তব্য কারখানা কর্তৃপক্ষ বলছে জেলাশাসকের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরিটি চালু হচ্ছে এবং শ্রমিকদের যে সমস্ত আশঙ্কা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে একটা শিফটে এতগুলো লোক কাজ করানো হচ্ছে । এখন করোনার মত মহামারী চলছে সেখানে আমাদেরও প্রাণের একটা দাম আছে এখানে কোনরকম প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার কিছুই নেই। উপরন্তু আমরা কিভাবে ফ্যাক্টরিতে আসবো। লকডাউন চলছে , যানবাহন নেই এখন এই এলাকায় বিভিন্ন থানা থেকে পুলিশ এসেছে তারা রাস্তায় বেরোলে মারধর করছে এর সঙ্গে সঙ্গে দুপুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
আশেপাশের কোনো হোটেল খোলা নেই খাবার জন্য বেরোলে পুলিশ তাড়া করছে। আমরা কিভাবে কাজ করব অন্যদিকে ফ্যাক্টরি কর্তিপক্ষর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই বিপদের সময় খাদ্যবস্তুর প্রয়োজন এবং বিস্কুটের খুব প্রয়োজন। তার জন্য জেলা শাসকের কাছ থেকে পারমিশন পাওয়া গেছে তাতে বলা হয়েছে বিস্কুট ফ্যাক্টরি গুলো চলতে কোনো বাধা নেই। তারা তাদের কাজ চালাতে পারবে সেই মতো আমরা গিয়েছিলাম এখন শ্রমিকরা বলছে তাদের পিছু অসুবিধা আছে এই অবস্থায় আমরা প্রতিষেধক সমস্ত ব্যবস্থা রেখেছি কিন্তু তা সত্ত্বেও যদি তারা কাজ না করেন আমরা কি করবো।Related Articles
জাঙ্গিপাড়ায় মন্ত্রীর সামনেই গ্যাসের দাম বৃদ্ধিতে সরব গ্রামবাসীরা।
সুদীপ দাস, ২১ সেপ্টেম্বর:- তিনদিনের সফরের শেষ দিনে দলীয় কর্মীদের নিয়ে অমৃত মহোৎসব পদযাত্রায় যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। আজ জাঙ্গিপাড়া থানার বোরোল মোড় থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা যায়। পরে সেখানে একটা পথসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সফরের শেষ দিনে জাঙ্গিপাড়া বিধানসভার আঁটপুর, রাজবলহাট সহ বিভিন্ন […]
পারিবারিক সমস্যায় হাওড়ার গোলাবাড়িতে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি।
হাওড়া , ২৭ জুলাই:- পারিবারিক সমস্যার জেরে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ দম্পতি। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কালীচরণ দাস লেনে রবিবার রাতে ওই ঘটনা ঘটে। একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। স্টিলের বাসনের পাইকারি ব্যবসায়ী ছিলেন মৃত বৃদ্ধ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পারিবারিক সমস্যার কারণেই দম্পতি যুগলে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে। […]
গরিব মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্পকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা রাজ্যের।
কলকাতা, ৩ জানুয়ারি:- করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরীব মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে […]