চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- ডানকুনির সোনা বিস্কুট কারখানার কাজ শুরু করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের বক্তব্য গতকাল কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে শ্রমিকদের জানায় আজ সকাল থেকে সোনা বিস্কুট কারখানার কাজ শুরু হবে। তাদের বক্তব্য কারখানা কর্তৃপক্ষ বলছে জেলাশাসকের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরিটি চালু হচ্ছে এবং শ্রমিকদের যে সমস্ত আশঙ্কা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে একটা শিফটে এতগুলো লোক কাজ করানো হচ্ছে । এখন করোনার মত মহামারী চলছে সেখানে আমাদেরও প্রাণের একটা দাম আছে এখানে কোনরকম প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার কিছুই নেই। উপরন্তু আমরা কিভাবে ফ্যাক্টরিতে আসবো। লকডাউন চলছে , যানবাহন নেই এখন এই এলাকায় বিভিন্ন থানা থেকে পুলিশ এসেছে তারা রাস্তায় বেরোলে মারধর করছে এর সঙ্গে সঙ্গে দুপুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
আশেপাশের কোনো হোটেল খোলা নেই খাবার জন্য বেরোলে পুলিশ তাড়া করছে। আমরা কিভাবে কাজ করব অন্যদিকে ফ্যাক্টরি কর্তিপক্ষর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই বিপদের সময় খাদ্যবস্তুর প্রয়োজন এবং বিস্কুটের খুব প্রয়োজন। তার জন্য জেলা শাসকের কাছ থেকে পারমিশন পাওয়া গেছে তাতে বলা হয়েছে বিস্কুট ফ্যাক্টরি গুলো চলতে কোনো বাধা নেই। তারা তাদের কাজ চালাতে পারবে সেই মতো আমরা গিয়েছিলাম এখন শ্রমিকরা বলছে তাদের পিছু অসুবিধা আছে এই অবস্থায় আমরা প্রতিষেধক সমস্ত ব্যবস্থা রেখেছি কিন্তু তা সত্ত্বেও যদি তারা কাজ না করেন আমরা কি করবো।Related Articles
হুগলিতে আমফান ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরন তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
হুগলি,২৩ মে:- এতবড় ঝড় আসবে সেটা আমরা আশা করিনি,আয়লা ,বুলবুল আমরা দেখেছি কিন্তু এতবড় ঝড় হবে কেউ ভাবতে পারেনি ।এতে কারো কোনো ফেলিওর নেই।সরকার প্রশাসন,কাউন্সিলররা সবাই ঝাঁপিয়ে পরছে।মা নুষের পাশে আমরা আছি, তৃনমূল আছে। শ্রীরামপুরে বললেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।পুরমন্ত্রী বলেন ,অনেক জায়গায় বিদ্যুৎ নেই, সিইএসসি’র সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। চেষ্টা করছে […]
মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই পর্যটকের।
হাওড়া, ৩ মে:- মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই বাঙালি পর্যটকের। হাওড়ার আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন। এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা […]
লিলুয়ায় সুতোর কারখানায় ভোররাতে ভয়াবহ আগুন।
হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- ভোররাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার লিলুয়ার গোসালার একটি সুতো কারখানা। দমকল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৩ – ২০ মিনিট নাগাদ ওই কারখানায় আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর সকাল ৬ – ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানানো হয়েছে, এই আগুনে […]