এই মুহূর্তে জেলা

লকডাউন এর কারণে বাজার থেকে চাল এবং মুড়ি যোগান আস্তে আস্তে কমতে শুরু করেছে ।

চিরঞ্জিত ঘোষ,২৭ মার্চ:- লকডাউন এর কারণে বাজার থেকে চাল এবং মুড়ি যোগান আস্তে আস্তে কমতে শুরু করেছে । ইতিমধ্যেই ধানকল গুলি বন্ধ হয়ে যাওয়ায় এবং ট্রান্সপোর্টে মাল না আসায় চালের যোগান যথেষ্ট কমে গেছে। এবং কিছু কিছু জায়গায় চালের দাম বাড়তে আরম্ভ করে দিয়েছে । দোকানদারদের কথায় যদি যোগান কম থাকে তাহলে আমরা কি করবো। আমরা যে দামে মাল কিনছি তার উপরে কিছুটা লাভ দেখে তো বিক্রি করতে হচ্ছে ।অন্যদিকে ডানকুনি বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাঙালির জলখাবারের অন্যতম খাদ্য হচ্ছে মুড়ি । সেই মুড়ি ও গত দুদিন ধরে বাজারে আসছে না। ফলে সাধারণ বাঙালিদের জলখাবারে মুড়ির বদলি হিসেবে অন্য কিছ করতে হচ্ছে গৃহিণীদের । মুড়ি বিক্রেতাদের বক্তব্য মাল আসছে না গত দুদিন ধরে।কারখানা কাজ হয়নি যার জন্য মুড়ি খদ্দেরদের দেওয়া যাচ্ছে না । গাড়ি আসেনি এটাও অন্যতম কারণ। অন্যদিকে ডানকুনির বাজারগুলিতে কাঁচা সব্জি যোগান কিন্তু যথেষ্ট রয়েছে। আলু পিয়াজ সবজি টমেটো গাজর কাঁচালঙ্কা ঝিঙে লাউ সমস্তর যোগান কিন্তু রয়েছে। দোকানদারদের বক্তব্য হচ্ছে মানুষ গত দুদিন ধরে তাদের চাহিদার থেকে অনেক বেশি জিনিস বাড়িতে গিয়েছেন।তাদের আশঙ্কা যখন মালের যোগান যখন কমে আসবে তখন বাজারে অভাব দেখা দিতে পারে । এব্যাপারে প্রশাসন কে কঠোর নজর দিতে হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.