চিরঞ্জিত ঘোষ,২৬ মার্চ:- রাজ্যজুড়ে লকডাউন এ রাস্তাঘাট গাড়ীঘোড়া দোকানপাট সব বন্ধ। এরই মাঝে হুগলির ডানকুনিতে কয়েকশো খাটাল মালিক এবং তাদের খাটালে থাকা গরু-মহিষ গুলি খাদ্যের অভাবে ধুঁকছে । এদিন সকালে ডানকুনির বিভিন্ন খাটালে গিয়ে দেখা গেছে এই একই চিত্র। খাটাল মালিকদের কাতর আবেদন সরকার এই বিষয়টা একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন । খাটালে কয়েকশো গরু-মোষ রয়েছে কিন্তু লকডাউন এর ফলে গাড়ি ঘোড়া আসতে পারছে না পশুখাদ্য আমরা পাচ্ছি না। না খেয়ে অবলা জীবরা রয়েছে তাদের আবেদন অন্তত পশু খাদ্যের যোগান এর ব্যবস্থা যদি সরকার করে দেন এবং মিষ্টি দোকানগুলি যেখানে মূলত তাদের দুধ যায় সেগুলি যদি খোলার বন্দোবস্ত করে দেন তাহলে এই খাটালগুলো রক্ষা পায় । মালিকদের বক্তব্য আমরাও চাই আগে মানুষের জীবন বাঁচুক। তাই লকডাউনকে আমরা সমর্থন করি । কিন্তু সরকার যদি মাদার ডিয়ারীর মাধ্যমে তাদের উৎপন্ন দুধ কেনার ব্যাবস্থা করেন তাহলে তারা এবং গরু মহিষ গুলি রক্ষা পায়। না হলে এই অবস্থায় তাদের যে দুধ উৎপন্ন হচ্ছে সেগুলিকে রাস্তায় ফেলে দিতে হচ্ছে এবং মানুষকে দান করে দিতে হচ্ছে । অবস্থা যা অবিলম্বে যদি কোন সুরাহা না হয় তাহলে এই সমস্ত অবলা জীবগুলোকে রাস্তায় ছেড়ে দিতে হবে।