হাওড়া,২৪ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে হাওড়া জেলাতেও লকডাউন শুরু হয়েছে সোমবার বিকেল ৫টা থেকে। বন্ধ করা হয়েছে বাস, ট্যাক্সি, অটো, টোটো সহ সব ধরনের গণপরিবহন। বন্ধ করা হয়েছে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম। সকলকে প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন সকলে জমায়েত এড়িয়ে চলেন। ঘরবন্দি থেকে সরকারি নির্দেশ মেনে চলেন। কিন্তু তা সত্বেও হাওড়ার বাজারগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সবজি, ফল, মাছ, মাংস, পাঁউরুটি, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। বাজার ছাড়া হাওড়ায় অনেক রাস্তা ফাঁকা থাকলেও, শহরের বড় রাস্তায় এখনো অবাধে চলছে প্রাইভেট গাড়ি, মোটর বাইক। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, যেন সকলে ভীড় এড়িয়ে চলেন। খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হন। বাজারে জিনিসের কালোবাজারি রুখতেও প্রচার চালাচ্ছে পুলিশ। হাওড়ার রাস্তাতেও নজরদারি চালাতে টহল দিচ্ছে পুলিশ। গাড়ি দেখলেই আটকানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে লকডাউন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।