সোজাসাপটা ডেস্ক ,২৪ মার্চ:- দেশে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার রাত ১২টা থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন তিনি। করোনা নিয়ে সংবাদমাধ্যমে দেখছেন – শুনছেন। দেখছেন, দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশকেও অসহায় করে দিয়েছে এই ভাইরাস। এই দেশগুলি চেষ্টা করেও কিছু করতে পারছে না। করোনায় প্রথম ১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিলেন ৬৪ দিনে। পরের লক্ষ মানুষের সংক্রমিত হয়েছেন মাত্র ১১ দিনে। তৃতীয় এক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন মাত্র ৪ দিনে। তিনি আরও বলেন এই লকডাউনের অর্থিক মূল্য চোকাতে হবে। ২১ দিন সংযত না হলে দেশ ও পরিবার ২১ বছর পিছিয়ে যাবে।তার ভাষনে বলেন লকডাউন ঘোষণা করা ছাড়া কোনও উপায় ছিল না।