প্রদীপ সাঁতরা,২৩ মার্চ:- লকডাউনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাসপাতালের সামনে রাখতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী এব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করছেন করোনায় আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না চিকিৎসক ও নার্সরা। তারউপর লকডাউনের ফলে নার্সদের অনেককেই বাড়িতে যেতে অসুবিধে হবে। আর বাড়িতে গেলে তাদের হাসপাতালে আসতে অনেক ঝুকি পোয়াতে হবে। আর এই সমস্যা মেটাতে এবার উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যসচিব রাজিব সিনহাকে নির্দেশ দিয়েছেন হাসপাতালের সামনে হোটেল গুলিকে ভাড়া নিতে হবে। গেষ্ট হাউস গুলিকেও ভাড়া নিতে হবে। তাহলে চিকিৎসক ও নার্সরা সেইসব হোটেল, গেষ্টহাউস গুলিতে থেকে ডিউটি করতে পারবেন। তাতে সবার সুবিধে হবে। হাসপাতালে আসার জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের সময় বাঁচবে। পর্যাপ্ত সময় তারা বিশ্রাম পাবে বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।







