হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় আগেই বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি-সহ সব বড় দ্রষ্টব্য স্থান। বন্ধ হয়েছে চিড়িয়াখানাও। এবার করোনা সতর্কতা হিসাবে বন্ধ করা হল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন। মঙ্গলবার পর্যন্ত ভ্রমণার্থীদের জন্য গার্ডেন খোলা রাখা হলেও করোনা ভাইরাস সংক্রমণ যাতে কোনওভাবে না ছড়ায়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বুধবার থেকে গার্ডেন বন্ধ করে দেওয়া হল। এ বিষয়ে বোটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা কণাদ দাস বলেন, বুধবার ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিবপুর বোটানিক্যাল গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সতর্কতা হিসাবেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এই ভাইরাসের সংক্রমণ যাতে ভ্রমণার্থী বা প্রাতঃভ্রমণকারীদের মধ্যে না ছড়ায় তারজন্যই আমরা এই উদ্ভিদ উদ্যান কয়েকদিনের জন্য বন্ধ রাখছি।
সকলেই সুস্থ থাকুন এটাই আমরা চাই। এখানে প্রায় প্রতিদিন ৪ – ৫ হাজার মানুষ প্রাতঃভ্রমণে আসেন। এছাড়াও প্রতিদিন প্রচুর ভ্রমণার্থী আসেন এখানে। আসেন বিদেশি পর্যটকরাও। গতকালও প্রচুর মানুষ এখানে এসেছিলেন। এই তালিকায় অনেক বিদেশি পর্যটকও ছিলেন। কলকাতার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেনে ভীড় বাড়ছিল। মঙ্গলবারেও প্রচুর মানুষ এখানে এসেছিলেন।আমরাও চাই না এই ভীড়ের কারণে যেন করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে। সকলের জন্যে সতর্কতা হিসাবেই আমরা গতকাল এই সিদ্ধান্ত নিই। আজ বুধবার থেকে শুরু করে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিবপুর বোটানিক্যাল গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ভাইরাস প্রতিহত করতে সকলের সহযোগিতা আমরা চাইছি।