হুগলি,১৮ মার্চ :- গত ১৭ ই মার্চ আমেরিকাতে ছেলের সাথে দেখা করে বাড়ি ফেরেন শ্রীরামপুর কোম্পানি পুকুরের বাসিন্দা দম্পতি আশিষ মুখার্জী ও শীলা মুখার্জী। বুধবার সেই খবর পৌঁছায় স্থানীয় ১১ নং ওয়ার্ডে পৌরসদস্য গিরিধারী সাহার কাছে। সকালেই তিনি চলে যান সেই দম্পতির কাছে। দরজায় বাইরে থেকেই তাদের নানা ভাবে বোঝানো হয় যে করোনার চেকআপ জন্য স্থানীয় শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে যাবার জন্য , কিন্তু সেই দম্পতি কিছুতেই হাসপাতালে যেতে রাজি হয়নি। এই ভাবে বেশ কয়েকঘন্টা কেটে গেলেও হাসপাতালে যেতে রাজি হয়নি এই দম্পতি। শেষে এক আত্মীয়র অনুরোধ মত রাজি হয় যায় তারা। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে এম্বুলেন্স পাঠিয়ে আমেরিকা ফেরত এই দম্পতিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসোলেশনে চিকিৎসকেরা চেক আপ করেন। চিকিৎসকেরা জানান করোনা ভাইরাস নেই ওদের দেহে।এরপরই তাদের ফের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু চিকিৎসকেরা পরামর্শ দেন ১৪ দিন তাদের নানা রকম নিয়মের মধ্য থাকতে হবে। এরপরই স্বস্তির নিশ্বাস সব মহলে।