হাওড়া,১৭ মার্চ :- করোনা নিয়ে মাস্ক ও স্যানিটাইজারের কালোবাজারি রুখতে ওষুধের দোকানে নজরদারি চালালো পুলিশের। পাশাপাশি করোনার সতর্কতা হিসাবে হাওড়া পুরসভায় কর্মীদের বায়োমেট্রিকের পর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করানো হল। করোনা সতর্কতায় সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বারবার বলা হচ্ছে। কিন্তু বাজারে এর চাহিদা এখন প্রায় তুঙ্গে। এগুলি বিক্রির ক্ষেত্রেও অনেক জায়গায় কালোবাজারির খবরও আসছে পুলিশের কাছে।এই কালোবাজারি রুখতে এবার হাওড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ওষুধের দোকানে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিশেষ অভিযান চালালো। সেখানকার ওষুধের দোকানগুলিতে মাক্স ও স্যানিটাইজার আছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা।
সেগুলি কি দামে বিক্রি হচ্ছে তাও খতিয়ে দেখা হয়।পাশাপাশি এগুলি যাতে সঠিকভাবে ন্যায্য দামে মানুষের কাছে পৌঁছায় তার পরামর্শ দেন তাঁরা।ইবি সূত্রের খবর, আগামীদিনেও এই অভিযান চলবে বিভিন্ন ওষুধের দোকানে।অপরদিকে হাওড়া পুরসভাও এই রোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিল। মঙ্গলবার সকালে যে সমস্ত পুরকর্মীরা অফিসে এসেছেন স্যানিটাইজার দিয়ে তাঁদের হাত জীবাণুমুক্ত করা হয়। পুরসভা সূত্রের খবর যে সমস্ত কর্মীরা এদিন পুরসভায় অফিসে প্রবেশের আগে বায়োমেট্রিক ব্যবহার অফিসে ঢোকেন তাঁদের সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত পরিচ্ছন্ন করা হয়। পুরসভায় দরকারি কাজে আসা অন্যদের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা হয়।