এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা ৩১ মার্চের পরিবর্তে বাড়িয়ে ১৫ এপ্রিল করা হল।


 

প্রদীপ সাঁতরা, ১৬ মার্চ :-   বাড়িয়ে দেওয়া হল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা। আগামী ৩১ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। আজ, নবান্নের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ১৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে চাল-ডাল। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে যেহেতু করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিষেধক তৈরি হয়নি তাই এর একমাত্র ওষুধ প্রিভেনশন। ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যেখানে সেখানে জমায়েত না করারও পরামর্শ দিয়েছেন। রোগী ফিরিয়ে না দেওয়ার অনুরোধ করেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.