হাওড়া, ৯ নভেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুর অঞ্চলে বাটান নেতাজি বালক সংঘের দক্ষিণা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিমার সমস্ত সোনার গয়না চুরি হয়। মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী, প্রণামী বাক্স চুরি হয়। আজ সকালে মন্দির খুলতে এসে ঘটনা জানাজানি হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এরকম ঘটনা আগে কখনও ঘটেনি বলে পরিতোষ দাস সহ স্থানীয়দের দাবি। তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রতিমার বেশ কয়েক লক্ষ টাকা সোনার গয়না ছিল বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কালীমায়ের সোনার মুকুট, পায়ের তোড়া, কানের দুল, টিপ (২টি), হার (২টি), নথ, সোনার জিভ, প্রণামী বাক্সের নগদ টাকা ও রূপোর খাঁড়া চুরি হয়েছে।