এই মুহূর্তে জেলা

করোনার সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ। সকাল থেকে প্রায় ফাঁকা বেলুড় মঠ।

 

হাওড়া, ১৬ মার্চ :-  করোনার সতর্কতা হিসাবে বেলুড় মঠে আজ থেকেই শ্রীরামকৃষ্ণ মন্দিরে বসে ধ্যান বা সন্ধ্যারতি দেখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। পাশাপাশি, ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণামও বন্ধ রাখা হয়েছে। এছাড়া আগামী কিছুদিন মঠের সারদা সদাব্রত ভবন ( প্রসাদ বিতরণ কেন্দ্র ) ও গেস্ট হাউস বন্ধ রাখা হয়েছে। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রে ভক্তদের অপ্রয়োজনীয় ভীড়ও নিয়ন্ত্রিত করা হবে বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে। মঠে ভক্তদের জন্য দীক্ষাদান কিছুদিন বন্ধ থাকছে। মঠের ভিতরে ভক্তরা বসে যে সন্ধ্যারতি দেখেন তার পরিবর্তে মঠ চত্বরেই খোলা স্থানে জায়ান্ট এলইডি স্ক্রিনের মাধ্যমে সন্ধ্যারতি দেখার ব্যবস্থা করা হয়েছে। এখন কিছুদিনের জন্য সারদা সদাব্রত ভবন থেকে প্রসাদ বিতরণ বন্ধ রাখা হয়েছে। সবকিছুই করা হয়েছে করোনার সতর্কতা হিসাবে। তবে, মঠে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের জন্য কোনও নিষেধাজ্ঞা না থাকলেও সোমবার সকাল থেকেই বেলুড় মঠ ছিল কার্যত ফাঁকা। অন্যান্য দিন যে পরিমাণ ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায় এদিন ছিল অন্য ছবি। এদিন মঠের মিউজিয়ামও করোনা সতর্কতা হিসাবে বন্ধ রাখা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.