প্রদীপ সাঁতরা,১৩ মার্চ :- ‘জলযোগে জনযোগ’-এই কর্মসূচিতে শুক্রবার রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসুর তত্ত্বাবধানে সাংবাদিকদের নিয়ে একটি আলাপচারিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাগুইআটির তেঘরিয়ার লোকনাথ মন্দির সংলগ্ন পূর্ণেন্দু বসুর কার্যালয়ে। পূর্ণেন্দুবাবুর বিধানসভা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার খতিয়ান তিনি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। অভিমানের সুরে বলেন, এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা, ট্রাফিক পুলিশের কার্যালয়, বিদ্যুতের লাইন মাটির তলা দিয়ে নেওয়া সহ নানা কাজ হচ্ছে। শুধু তাই নয় এলাকায় উদ্যান থেকে শুরু করে ছোট রাস্তাগুলিকে পাকাপাকিভাবে ঢালাই করা হয়েছে। অথচ উন্নয়নের কাজকে প্রচারের আলোয় না এনে অন্য নানা ধরনের খবরকে সাংবাদিকরা পরিবেশন করছেন।
সাংবাদিকরা পাল্টা অভিযোগ আনেন, অনেক ক্ষেত্রে সব সাংবাদিক সমস্ত তথ্য জানতে পারেন না। বিশেষ বিশেষ সাংবাদিকের কাছে তথ্য যায়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ওই আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিককে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। যার সঙ্গে বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসু যুক্ত থাকবেন। প্রতিদিন এলাকার যাবতীয় খবর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। এমনকি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পূর্ণেন্দু বসু যে কোনও প্রশ্নের উত্তর জানিয়ে দেবেন প্রতিদিন। এদিনের ‘জলযোগে জনযোগ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন।