হাওড়া,১২ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ঠেলায় এমনিতেই লাটে উঠতে বসেছে রাজ্যের পোলট্রি ব্যবসা। মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। মুরগির মাংস অধিকাংশ মানুষ এড়িয়ে চলছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় একটি ভ্যাটে বৃহস্পতিবার সকালে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গেছে। যা দেখে আতঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে ওই এলাকায়। বকুলতলার ওই ভ্যাটে মিলেছে মৃত প্রচুর মুরগি। এই মরা মুরগি কে বা কারা রাতের অন্ধকারে এই ভ্যাটে ফেলে গেল তা এখনও জানা যায়নি। এমনকি এই মুরগির মৃত্যু কি রোগের কারণে হয়েছে তাও স্পষ্ট নয়। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারা আন্দুল রোডের উপর বকুলতলা ভ্যাটের মধ্যে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখেন। পুলিশ বিষয়টি খোঁজখবর করে দেখছে। এমনিতেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে কেন্দ্র করে নানাবিধ খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় ওই ভ্যাট থেকে প্রচুর মরা মুরগি পাওয়া গেছে। যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাাকায়।