এই মুহূর্তে জেলা

উন্নয়নকে সামনে রেখেই আগামী পুরভোটে লড়বে তৃণমূল। হাওড়ায় বললেন অরূপ রায়।

 

হাওড়া,১২ মার্চ :-  উন্নয়নকে সামনে রেখেই আগামী পুরভোটে লড়বে তৃণমূল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার কদমতলা মঠবাগানে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত “বাংলার গর্ব মমতা” শীর্ষক এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়।তিনি বলেন, ইতিমধ্যেই দিদিকে বলো কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে হাওড়ায়। এখন বাংলার গর্ব মমতা এই কর্মসূচি আগামী ৭৫ দিন ধরে চলবে। হাওড়া শহরেও বর্তমানে আমূল পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে আলো, জলনিকাশি, নাগরিক পরিষেবার যথেষ্ট উন্নতি হয়েছে। এর পাশাপাশি হাওড়া শহরে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। মহিলারাও যথেষ্ট নিরাপদ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                  নিরাপদে তারা রাস্তায় বের হতে পারেন। রাতে নিরাপদে তারা বাড়ি ফেরেন। এর পাশাপাশি হাওড়া শহরজুড়ে সৌন্দর্যায়নের কাজ হয়েছে। সুতরাং আমরা এই উন্নয়নকে সামনে রেখেই আগামী পুর নির্বাচনে লড়ব। তবে নির্দিষ্ট সময়ের পর দীর্ঘ এক বছর হাওড়ায় পুরভোট হয়নি। কাউন্সিলরদের ক্ষমতা চলে গিয়েছিল। তা সত্ত্বেও আমরা পুর পরিষেবায় কোনও খামতি রাখিনি। হাওড়া শহরকে পুরোপুরি সচল রাখতে পুর প্রশাসক নিয়োগ করে সেখানে কাজ হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আমরা সারা বছর কাজ করেছি। কিছু কিছু কাজ সম্পূর্ণ হয়নি। সে সমস্ত কাজ আগামী দিনে সম্পন্ন করতে হবে বলে এদিন অরূপ রায় জানিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.