এই মুহূর্তে জেলা

অভিনব ছিনতাই। গ্রেফতার ২।

 

হাওড়া,১২ মার্চ :-   এবার অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা হাওড়া স্টেশনে।গ্রেফতার হল ২ জন। কম দামে ঘড়ি বিক্রি করে ক্রেতার কাছ থেকে ফোন করার নামে মোবাইল নিত। সেই মোবাইল দিলে তা নিয়ে চম্পট দিত সেই ঘড়ি বিক্রেতা। এমনই অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটছিল হাওড়ায়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে দুই দুষ্কৃতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মুখতার আলি(২১) ওরফে ফিরোজ এবং জুল্লু রহমান(৩৮)। দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের দক্ষিণ গোপালপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা নতুন ঘড়ি কম মূল্যে বিক্রি করত। বিক্রেতা একে সেই ঘড়ি বিক্রি করার পর বিক্রেতার কাছ থেকে ফোন করতে মোবাইল দেওয়ার জন্য অনুরোধ করত তারা। এরপর বিক্রেতা মোবাইল দিলেই দৌড়ে পালাতো তারা। এই ধরনের অপরাধ তারা গত কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছিল। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বুধবার ফিরোজকে গ্রেফতার করা হয়। পরে ফিরোজকে জেরা করে গ্রেফতার করা হয় জুল্লুলে। তারা পুলিশকে জানিয়েছে, মূলত হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ড এলাকাতে তারা এই কাজ করত। তারা মূলত একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এই গ্যাংটি মুর্শিদাবাদের। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.