প্রদীপ সাঁতরা ,১২ মার্চ :- আরজি কর হাসপাতালে জরুরি বিভাগে আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছেছে। ধোঁয়া বেরোচ্ছে জরুরি বিভাগ থেকে। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীরা। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিড়ে ঠাসা আরজি কর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন ওয়ার্ডের রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। জরুরি বিভাগ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । সূত্রের খবর হাসপাতালে ঝালাইয়ের কাজ চলছিল, সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে গিয়ে পড়ে শেডের উপর। সেখান থেকে আগুন লাগে। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এর আগেও কলকাতায় আমরি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তাকে একাধিক রোগীর মৃত্যু হয়েছিল।







