হাওড়া, ১১ মার্চ :- হাওড়ার লিলুয়ায় হামলা, পাল্টা হামলার ঘটনায় বিজেপি-তৃণমূল রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিজেপির অভিযোগ, তাদের বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। অভিযোগ, এর পাশাপাশি ওই বিজেপি কর্মীর ভাইকেও পুলিশ ফাঁড়ির ভিতর মারধর করা হয়েছে। পাল্টা বিজেপির উপর হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূলও। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার লিলুয়ার জগদীশপুরে। বিজেপির অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই ওই পরিকল্পিত হামলা চালায় তৃণমূল দুষ্কৃতিরা। শুধু তাই নয়, বহিরাগতরা এসে বিজেপি বুথ সভাপতির বাড়িতে ঢুকেও হামলা চালায়। বাড়ির মহিলারা প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। বিজেপির স্থানীয় ১৭৭ নং বুথের সভাপতি স্বপন নস্করের অভিযোগ, তিনি বাজারে গিয়েছিলেন।
তাঁকে সেখানেই প্রকাশ্যেই গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। তিনি প্রতিবাদ করলে তাঁকে মারতে উদ্যত হয় তৃণমূলী দুষ্কৃতিরা। পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাঁর ভাই রমেশ নস্করকে সেখানেই পুলিশের সামনে মারধর করা হয়। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। এবিষয়ে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ হাজরা বলেন, আমাদের নামে জগদীশপুর ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে এই খবর পেয়ে যখন ফাঁড়িতে খোঁজখবর নিতে যাই তখন তৃণমূল কর্মী গৌতম মন্ডলের উপর বিজেপি হামলা চালায়। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। গৌতমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এই ঘটনায় বিজেপি কর্মী রমেশ নস্করকে পুলিশ আটক করে। তৃণমূল হামলা চালিয়েছে বলে যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এদিকে, পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।