এই মুহূর্তে জেলা

হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ।

 

পশ্চিম মেদিনীপুর,১০ মার্চ :-  দ্বিতীয় দিনে হোলি উৎসবের আনন্দ নিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে নারায়ণগড় , বেলদা ,খাকুড়দা, ষাউরি ও জাহালদা তে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।গত সোমবার খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এলাকাবাসীদের সঙ্গে হোলি উৎসবে মাতেন তিনি সেই সঙ্গে রাত্রিবেলায় ন্যাড়াপোড়া অর্থাৎ হোলি দহনে মাতান তিনি ।আর মঙ্গলবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, বেলদা,খাকুড়দা,ষাউরি ও জাহালদাতে এসে দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়ে পথচলতি মানুষদের মুখে গালে আবির লাগিয়ে মিষ্টি মুখ করান তিনি ।এছাড়াও বেলদার বাসস্ট্যান্ডের ওপর অবস্থিত একটি দোল উৎসব কমিটির পুজো মণ্ডপে ডুকে রাধাকৃষ্ণের মূর্তির সামনে আরাধনা করেন তিনি ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.