হাওড়া,১০ মার্চ :- দোল এবং হোলিতে বিশেষ অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতেরা সকলেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। রঙের উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দোলের বেশ কয়েক দিন আগে থেকেই পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছিল। তাতেই এদের গ্রেফতার করা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর জানিয়েছেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর শান্তিপূর্ণভাবেই হাওড়ায় দোল এবং হোলি উৎসব মিটেছে। কোনও জায়গা থেকেই দোল ও হোলি এবং সেই সম্পর্কিত কোনও বড়ো অভিযোগ আসেনি। তবে কয়েকটি জায়গায় ছোটখাটো অশান্তি হয়েছিল বলে খবর এসেছিল।
স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। তিনি জানিয়েছেন, রঙের উৎসবে হাওড়া শহরকে শান্ত রাখতে কড়া নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সব সিনিয়র অফিসাররা রাস্তায় টহল দিয়েছেন। কোথাও কোনও অশান্তির খবর শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তাঁরা। পুলিশের কন্ট্রোল রুমেও ছিল বাড়তি নজরদারি। সেখান থেকে সর্বক্ষণ মনিটরিং করা হয়েছে। রঙের এই উৎসব সাধারণ মানুষ নির্বিঘ্নে এবং শান্তিতে পালন করেছে।