মালদা ,৯ মার্চ :- পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে দেশি বিদেশী মদ। ঘটনায় গ্রেপ্তার ভিন রাজ্যের এক পাচারকারী।মালদার মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর গঙ্গা নদীর তীরবর্তী রাজমহল ঘাট এলাকায় হানা দিয়ে উদ্ধার করে দেশী বিদেশী মদ।ঘটনায় পুলিশ একটি গাড়ি উদ্ধার করেছে।এদিন ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম প্রেম শঙ্কর সাহা।ঝাড়খণ্ডের রাজমহল এলাকার বাসিন্দা।পুলিশ উদ্ধার করেছে ১১৬ বোতল দেশি-বিদেশি মদ।যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। পুলিশ জানিয়েছে,এই ধৃত ব্যক্তি অবৈধভাবে মদ নদী পার করে ওপারে নিয়ে যাওয়ার ছক ছিল। গোপন খবর পেয়ে ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশ বাহিনী হানা দেয় রাজমহল ঘাট এলাকায়।পুলিশি তৎপরতায় একটি চার চাকা গাড়ি ও মদ সহ গ্রেফতার করা করা হয় পাচারকারীকে।সোমবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।