হুগলি,৯ মার্চ :- সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসবl সকাল থেকেই রং , আবির এবং গানের মধ্য দিয়ে সেজে উঠেছে মন্দির চত্বর lআজকের দিনে প্রাচীন এই মন্দিরে রাধা কৃষ্ণর বিগ্রহকে পূজা দেবার জন্য ভক্তরা এসে ভীড় করেন এই মন্দির চত্বরেlপূজোর ব্যবস্থাপনায় খুশি ভক্তরা l একইভাবে উদ্যোক্তারা খুশি ভক্ত সমাগমেl অন্যদিকে শ্রীরামপুরের রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে শুরু হয়েছে বসন্ত উৎসবl নাচ, গান এবং আবিরের মধ্য দিয়ে এক টুকরো শান্তিনিকেতন উঠে এসেছে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় লাগোয়া এই মাঠে l অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উচ্ছ্বসিত এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে l
Related Articles
সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে রাজ্য।
কলকাতা, ২১ মে:- এইদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে সব পক্ষকে স্যাটেলাইট ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উদ্ধার কাজে ড্রোন […]
দেবানন্দপুরে অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে , জন্মদিনে শ্রদ্ধা বেতার যন্ত্রের স্রষ্টাকে।
হুগলি, ৩০ নভেম্বর:- ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব থেকে হ্যাম রেডিওর সদস্যরা আজ আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৮ তম জন্মদিনে শ্রদ্ধা জানান অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে। ভার্টিক্যাল এন্টেনা ও রেডিও ট্রান্সমিটার বা হাই ফ্রিকোয়েন্সি রেডিও নিজেরাই তৈরী করে দেশের বিভিন্ন রাজ্য বিদেশের সঙ্গেও যোগাযোগ করেন দেবানন্দপুর থেকে। ঘরে বসে রেডিও যোগাযোগ করাই যায় কিন্তু প্রত্যন্ত গ্রামে প্রকৃতির […]
করোনা নিয়ে তথ্য জানালো হাওড়া জেলা প্রশাসন।
হাওড়া ,১৯ মার্চ :- করোনা নিয়ে হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হাওড়া জেলায় মোট ৪৬৫ জনের উপরে নজরদারি করা হচ্ছে। যার মধ্যে হাওড়া পুর এলাকায় রয়েছেন ২৮৮ জন এবং বাকি জেলায় রয়েছেন ১৭৭ জন। এদের সঙ্গে আশা কর্মীদের মাধ্যমে ও মোবাইল ফোনে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে প্রশাসন। কোনও উপসর্গ […]






