প্রদীপ সাঁতরা,৫ মার্চ:- মেয়র ফিরহাদ হাকিম কোরোনা ভাইরাস নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন। কোরোনা ভাইরাসের আতঙ্ক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যদিও এখন পর্যন্ত রাজ্যে কোনো রকম ভাবে নজরে আসেনি কোরোনা ভাইরাসের প্রকোপ।পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও নির্দেশিকা পাঠানো হয়েছে এই ভাইরাসএর বিষয়। ভাইরাসের কোনও লক্ষণ রোগীর মধ্যে দেখলেই পৌরনিগমকে তা জানানোর কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। সেই তথ্য পৌরনিগম স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছে দেবে সেই মুহূর্তেই। এমনকি পৌরনিগমের পক্ষ থেকে পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকদেরও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ” এখনও পর্যন্ত তৈরি হয়নি আতঙ্কিত হওয়ার মতো কোনো রকম পরিস্থিতি”। তিনি এও আশ্বাস দিয়ে জানিয়েছেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।কলকাতা পৌরনিগম সর্বদাই যোগাযোগ রেখে চলছে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে। তিনি এও জানিয়েছেন যে স্বাস্থ্যদপ্তর যেভাবে নির্দেশ দেবে কলকাতা পৌরনিগম সেই মতোই কাজ করবে।” তিনি জানিয়েছেন কোরোনাভাইরাসের প্রকোপ কলকাতায় এখনও পর্যন্ত পড়েনি।