হাওড়া,৫ মার্চ:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন হাওড়ার এক যুবক। রবিবার বিকেল থেকে তার কোনও খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গেছে। বিশাল সিং (৩৫) নামের ওই যুবক হাওড়া জেলা হাসপাতালে সুলভ শৌচালয়ের দেখভাল করতেন। টেন্ডারের ভিত্তিতে চলা এই শৌচালয় দিবারাত্র দেখাশোনা করতেন তিনি। স্ত্রী, দুই সন্তানকে নিয়ে থাকতেন এখানেই। আচমকাই রবিবার বিকেল থেকে বিশাল নিরুদ্দেশ হয়ে যান। তিনি সেদিন বিকেলে ডিউটি চলাকালীন ‘একটু আসছি’ বলে বেরিয়ে যান। রাতেও বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন স্ত্রী মায়া সহ পরিবারের সদস্যরা। পরিবারের তরফ থেকে হাওড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নামে। কিন্তু এখনও পর্যন্ত বিশালের কোনও খবর পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, বিশাল খুব শান্ত স্বভাবের ছেলে। সকলের সঙ্গেই ভালভাবে মেলামেশা করতেন। ২৪ ঘন্টাই হাসপাতালে ডিউটি দিতেন। কারও সঙ্গে শত্রুতা ছিলনা। কি কারণে তিনি নিখোঁজ হয়ে গেলেন তা বুঝে উঠতে পারছেন না কেউ। নিখোঁজ হওয়ার সময় তার কাছে মোবাইল ফোন ছিলনা বলেও পরিবার সূত্রে খবর। এদিকে, এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ সেন্ট্রাল জবি থমাস বলেন, আমরা পরিবারের তরফ থেকে একটি অভিযোগ পেয়েছি। ওই যুবক নিখোঁজ রয়েছেন। তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।







