হাওড়া,২ মার্চ:- হাওড়ার গুলমোহর রেল কলোনিতে সোমবার সকালে একটি চন্দ্রবোড়া সাপকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনদপ্তরে খবর দেওয়া হয়। এরপরে হাওড়া জেলা আরবান বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে দীর্ঘ চেষ্টায় উদ্ধার করেন। সেটিকে উদ্ধারের পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। হাওড়া আরবান ফরেস্ট রেঞ্জ অফিসার সমীর বন্দ্যোপাধ্যায় জানান, রেল কোয়ার্টার এলাকার বাসিন্দারা আজ সকালে আমাদের কাছে খবর দেন। এরপর আমাদের কর্মীরা গিয়ে প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেন। এটি একটি উগ্র বিষধর সাপ। কিভাবে সেটি লোকালয়ে ঢুকে পড়েছিল তা জানা যায়নি। সাপটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।