এই মুহূর্তে খেলাধুলা

ভিকুনা এখনো মানছেন না মোহনবাগানে বসন্ত এসে গেছে।

 

অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;-  আই লিগ জয় তো শধুমাত্র সময়ের অপেক্ষা টিম মোহনবাগানের কাছে। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে সৱুজ মেরুণ ব্রিগেড। ইমফলে ট্রাউ এফসিকে হারালেই খেতাবের আরো কাছে চলে আসবে টিম ভিকুনা। তবে ট্রাউএর বিরুদ্ধে নামার আগেও সাবধানী সৱুজ মেরুন কোচ কিৱু ভিকুনা। তিনি বলেন, আমরা শুধু ম্যাচ ধরে এগোতে চাই। আই লিগ জয় নিয়ে এখনই কিছু ভাবছে না দল। বারবার এমন কথা বলায় দলের আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। সেকারণে আমি দলকে বলেছি এমন কথাবার্তা কানে না তোলার জন্য। নিজেদের খেলায় ফোকাস করতে বলেছি ফুটবলারদের। ট্রাউ-এর বিরুদ্ধে ডিফেন্সে চোটের কারণে নেই সাইরাস। কার্ড সমস্যায় খেলতে পারবে না আশুতোষ মেহেতা। তাঁদের বদলি হিসেবে ইম্ফলে গেছে কিমকিমা ও ধনচন্দ্র সিং। এছাড়াও পিএম ব্রিটোর পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্তি  জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির। শুভ ঘোষের মতো তিনিও চলতি মরসুমে খেলেছেন মোহনবাগান জার্সি গায়ে ।  রবিবার জামশেদ পুত্রকে যদি ট্রাউ ম্যাচে কোচ নামান তাহলে তা হবে ম্যাচের অন্যতম বিজ্ঞাপন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.