কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- বাজল ছুটির ঘণ্টা। শেষ হল মাধ্যমিকের মূল পর্বের পরীক্ষা। বুধবার ছিল এই পরীক্ষার ষষ্ট দিন। এইদিন মধ্যশিক্ষা পর্ষদের রুটিন অনুযায়ী ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। গত ১৮ ফেব্রুয়ারী এই পরীক্ষা শুরু হয়। এবছর কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩৮,৭৩১ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৫, ৮৯৬ ও ছাত্রীর সংখ্যা ছিল ২২, ৮৩৫ জন। মোট ১২৭টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এই পরীক্ষা হয়। পরীক্ষা শেষে খুশীর মজায় ছাত্র-ছাত্রীরা। এদের মধ্যে অনেকেই তাঁদের ভবিষ্যতের ভাবনা শোনালেন। পরীক্ষা শেষেই সেলফি তুলে নিজেদের ফ্রেম বন্দী করলেন।
খুশীতে ভরপুর ছাত্রীরা অনেকেই বসন্ত উৎসবের অংশ নেবার কথা ভাবছেন। কেউ বা এখনই বেড়াতে যেতে চায় কেউ বা আগামী দিনের পড়াশোনা টাও শুরু করে দিতে চাইছে। সব মিলিয়ে এবারের মতো শেষ হল মাধ্যমিকের মূল পর্বের পরীক্ষা। কোচবিহার জেলা জুড়ে এই পরীক্ষা নির্বিঘ্ন হয়েছে বলে দাবী করেন মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক মিঠুন বৈশ্য। যদিও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অপরাধে জেলার কোচবিহার সদর ও মাথাভাঙ্গায় ৩ ছাত্রের পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিকে পরীক্ষা শেষ হওয়ায় হাফ ছেড়ে বাঁচল পরীক্ষার্থীরা।