এই মুহূর্তে জেলা

পুজোর আগেই ‘মা ক্যান্টিন’ এবার হাওড়ার আরও তিন বিধানসভা কেন্দ্রে।

হাওড়া, ২৬ জুন:- কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন কেউ যাতে অনাহারে না থাকেন সেই উদ্দেশ্যে ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহরের পাশাপাশি সেই ক্যান্টিন হাওড়া পুরনিগম এলাকাতেও চালু করা হয়েছিল। এবার ‘মা ক্যান্টিনে’র সংখ্যা এক থেকে বাড়িয়ে চারটি করার উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়ায়। যেখান থেকে প্রতিদিন মাত্র পাঁচ টাকায় ভাত, ডাল, ডিমের তরকারি মিলবে। মূলত পিছিয়ে থাকা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য হাওড়া পুরনিগম নগর জীবিকা মিশনের সহায়তায় এই নতুন ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পকে শহর জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে হাওড়া পুরনিগম। মধ্য হাওড়ার ‘মা ক্যান্টিনে’র সাফল্যের পর আগামী ২ মাসের মধ্যে পুজোর আগেই দক্ষিণ হাওড়া, উত্তর হাওড়া ও শিবপুরে নতুন তিনটি ‘মা ক্যান্টিন’ চালু হতে চলেছে। শনিবারই এই বিষয়ে পুরদপ্তরে নগর জীবিকা মিশনের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। শনিবারের বৈঠক প্রসঙ্গে সৈকত চৌধুরী বলেন, নগর জীবিকা মিশনের আধিকারিকদের নিয়ে আমরা পুরসভায় শনিবার এক বৈঠকে মিলিত হয়েছিলাম।

যার মূল আলোচনাই ছিল ‘মা ক্যান্টিন’ চালু করার বিষয়ে। ইতিমধ্যে মধ্য হাওড়ায় ‘মা ক্যান্টিন’ চালু রয়েছে। আমরা চেষ্টা করছি পুজোর আগেই আগামী মাস দুয়েকের মধ্যে হাওড়া পুরনিগম এলাকার আরও তিনটি বিধানসভা কেন্দ্রে ‘মা ক্যান্টিন’ চালু করা। দক্ষিণ হাওড়া, শিবপুর এবং উত্তর হাওড়ায় এই ‘মা ক্যান্টিন’ চালু হবে। দক্ষিণ হাওড়া এবং শিবপুরে অনেকটাই এর কাজ এগিয়েছে। সেখানে আমাদের পুরসভার জায়গা রয়েছে। সেখানেই এই ক্যান্টিন চালু করা হবে। উত্তর হাওড়ার বিষয়েও খুব শীঘ্রই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমাদের লক্ষ্য রয়েছে, আগামী দু’মাসের মধ্যে আরও তিনটি ‘মা ক্যান্টিন’ চালু করা। এর ফলে ওইসব বিধানসভা এলাকায় পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, ডিমের তরকারি পাবেন। এতে সেখানকার মানুষের অনেক উপকার হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে সার্থক রূপ দিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।