এই মুহূর্তে কলকাতা

প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

 

কলকাতা,২০ ফেব্রুয়ারি:-  হিন্দুধর্ম সর্বজনীন বিশ্বজনীন। রুদ্ধ দরজা বন্ধ করার ধর্ম এটা নয়। হিন্দু ধর্ম কারোর জন্য দরজা বন্ধ করে না। খোলা মনে সবাইকে গ্রহণ করে। সহনশীলতা এই ধর্মের মূল কথা।’ তাঁর বক্তব্য, ধর্মের নাম সভ্যতা সংস্কৃতি একতা। ভাগাভাগি নয়, প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সবাইকে সমান চোখে দেখার নামই ধর্ম। শুধু ভাষণ নয়। মানুষ বিপদে পড়লে যে আশ্রয় দেয় সেটাই আসল ধর্ম। তিনি বলেন, ‘কেউ কেউ বলে আমি মুসলিম তোষণ করি। তাদের বলি, আমি মানবতাকে তোষণ করি। যে মানবতা হিন্দু মুসলিম শিখ খ্রিষ্টান সবাইকে নিয়ে চলে আমি সেই মানবতাকে তোষণ করি। মানবতার আরেক নাম সেবা। আর সেবার নামই ধর্ম।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আজকাল কিছু উদ্ভট ধর্ম কারো কারো মাথায় এসেছে। সেটা হল, আমি থাকবো তুমি বাদ। আমি খাব তুমি বাদ। যারা এসব কথা বলে তাদের ব্রেনটা মরুভূমি হয়ে গেছে। আমি সবুজ ধর্ম চাই। যে ধর্ম মানুষকে প্রাণ ফিরিয়ে দেবে। বিপদে মানুষের পাশে দাঁড়াবে।’ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, নির্মল মাঝি ছাড়াও সংঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ, সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ ও বিভিন্ন ধর্মের প্রধানরা হাজির ছিলেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.