মালদা,১৯ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ। রীতিমতো মোবাইলে ছবি তুলে সেই ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে হিন্দি গান এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাচোল মহাকুমার রতুয়া থানার সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। ধৃত মাধ্যমিক পরীক্ষার্থীকে বৃহস্পতিবার মালদা জুভেনাইল কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অভিযুক্ত ওই ছাত্রকে মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা শিক্ষা দপ্তরের সূত্রের খবর। এদিকে ইংরেজি প্রশ্নপত্র “টিকটক” নামক একটি সাইডে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করার অভিযোগ নিয়ে জেলার পুলিশ ও প্রশাসনিক মহল চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল লুকিয়ে নিয়ে গিয়ে ইংরেজি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী বলে অভিযোগ। যদিও এনিয়ে ওই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি জানার পরই রতুয়া থানায় তদন্ত যান মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। কিভাবে এতবড় কর্মকাণ্ড ঘটে গেল তা নিয়েও তদন্ত শুরু করেছেন খোদ পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ছাত্রের নাম ওসমান শেখ (১৬)। তার বাড়ি রতুয়া থানার বাহারাল এলাকায়। ওই ছাত্র বাহারাল পিএলএস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী । এবছর ওই স্কুলের সিট পড়েছিল সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। পরীক্ষা শুরু হতেই অভিযুক্ত ওই ছাত্র গোপন ভাবে নিয়ে যাওয়া তার মোবাইল থেকেই ইংরেজি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বলে অভিযোগ। এমনকি সোশ্যাল মিডিয়ায় “টিকটক” নামক একটি সাইডে ফাঁস হওয়া ওই ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে হিন্দি গান এডিট করে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে ওই ছাত্রের কাছে হঠাৎ মোবাইল দেখে সন্দেহ পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষা কর্মীদের। তাকে জেরা করতেই আসল ঘটনার বিষয়টি উঠে আসে। এরপরই খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত করে। পাশাপাশি ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যায় রতুয়া থানার পুলিশ।