.
প্রদীপ সাঁতরা,১৯ ফেব্রুয়ারি:- বিকাশ ভবনের ছয় তলায় শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দফতরের বাইরে বসে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতির বেশ কিছু শিক্ষক। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ।খবর পেয়ে উত্তর থানার পুলিশ এসে তিন জনের সাথে কথা বলে গেছেন আধিকারিকদের সাথে।কল্যাণ সরকার (সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতি) জানান, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতির তরফ থেকে বসেছি,১৩ হাজার ১২৭ টাকা বেতন আমাদের, রোপা তে সবার বেতন বেড়েছে আমরা যারা সতেরো বছর ধরে কাজ করছি আমাদের বেতন তো বারেই নি বরং জানুয়ারি মাসের বেতন আজ আঠারো তারিখ হয়ে গেছে এখনো বেতন পাইনি।
এক তারিখ থেকে বিকাশ ভবনে বসে আছি, গতকাল রাতে বলা হলো আপনাদের বেতন ছাড়া হয়েছে। আজকে এসে শুনলাম আমাদের বেতন ছাড়া যাবে না কারণ ৪০০ কোটি টাকা অন্য খাতে এসেছে। আমাদের দিতে এক কোটি টাকা লাগবে সেই টাকা এখনো এসে পৌঁছায় নি। আমরা আজকে বলেছি গত সাত মাস আগে আমাদের ইপিএফ এর সার্কুলার বেরিয়েছে এখনো সেটা কার্যকর করতে পারেনি।
অনেক দিন অপেক্ষা করে গেছি আমাদের যারা চুক্তি ভিত্তিক শিক্ষক রয়েছে তারা কি অভাবের মধ্যে আছে কিভাবে সংসার চালাচ্ছে সেই পরিস্থিতি জানাতে আজ এখানে বসে আছি। যতক্ষণ পর্যন্ত বেতনের নিশ্চয়তা না পাওয়া যাবে এখান থেকে উঠব আমি না।পারলে পুলিশ দিয়ে তুলুক। আমাদের এক মাসের বেতন বাকি আছে। আমরা সেক্রেটারির কাছে কথা বলতে এসেছিলাম।