অঞ্জন চট্টোপাধ্যায় ১৩ ফেব্রুয়ারি:- আশা করা হয়েছিল কল্যাণীতে লীগের দ্বিতীয় দল পাঞ্জাব এফসি কাছে হেরে মাঠ ছাড়বে লীগ টেবিল এর তলানিতে থাকা ইস্টবেঙ্গল। তবে হার শিকার করতে হলো না । তবে জয় এলো কোথায় মারিও দলের ! কল্যাণীতে মাথা নিচু করেই ১ – ১ ব্যবধান ড্র করে মাঠ ছাড়তে হলো শতবর্ষ এর ক্লাবকে। তবে এদিন কিন্তু জয় এর ঝিলিক দেখা গিয়েছিলো। ম্যাচ এর নয় মিনিট এ মার্কোস ও ক্রোমার যুগলবন্দীতে গোল এর মুখ দেখে ইস্টবেঙ্গল। দেখার মতো গোল করেন ক্রোমা। এরপরে একাধিক গোলের সুযোগ আসে তবে গোল এর মুখ খোলেনি। মার্কোসকে বসিয়ে জুয়ান মেরাকে মারিও নামালেও কোনো কাজে আসেনি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গল এর সেই পুরোনো রোগ ডিফেন্স এর ভুল । যার জেরে ম্যাচ এ সমতা ফেরায় পাঞ্জাব এর খোসলা।এরপরে দ্বিতীয় মিনিট এ একাধিক সুযোগ মিস হয় । এই ড্র এর ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ এ ৯ নম্বর এ রইলো ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মারিও । এছাড়া, তিনি বলেন তারা অবনমন নিয়ে ভাবছেন না।
Related Articles
নারায়ন নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, শোরগোল গড়বেতা তিন নম্বর ব্লক জুড়ে।
গড়বেতা, ১৩ জুলাই:- মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ দীর্ঘ প্রায় তিন বছর ধরে সেই টাকাই ঢুকছে এক পুরুষের অ্যাকাউন্টে। অপরদিকে বঞ্চিত প্রকৃত প্রাপক। শুধু তাই নয়, একই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা, পিএম কিষানের টাকাও। গড়বেতা-৩ ব্লকের এহেন ঘটনায় দুর্নীতির গন্ধ পেতেই তদন্ত শুরু করেছে প্রশাসন। ২০২০-’২১ সালে বার্ধক্যভাতার জন্য […]
দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন , ভস্মীভূত গাড়ী।
গোঘাট, ২৮ ডিসেম্বর:- দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন। আগুনে ভস্মীভূত গাড়ী। এলাকায় চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও গোঘাট থানার পুলিশ। অগ্নিদগ্ধ চলন্ত গাড়ি দেখতে উৎসাহী জনতার ভিড়। প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম দমকল। সূত্রের খবর সোনামুখী থেকে একটি মারুতি গাড়ি জয়রামবাটি হয়ে কামারপুকুর এর দিকে আসছিলো। জানা গিয়েছে গাড়ির মধ্যে […]
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন হবে , ঘোষণা আগামীকাল জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে […]








