হুগলি,১২ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লীর বিধানসভায় বিজেপির ফল ভালো হয়নি।বুধবার জাঙ্গিপাড়ায় রহিমপুর থেকে জাঙ্গিপাড়া বাজার পর্যন্ত চার কিমি মিছিলের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। সেই সঙ্গে মুকুলের সাফাই দিল্লীর নির্বাচনে ভোটের ফলাফলে নিশ্চই আপ জিতেছে।কিন্তু তারসঙ্গে গণতন্ত্রের জয় হয়েছে।এই বিধানসভা নির্বাচন করতে গিয়ে একটাও এফ আই আর হয়নি।এই বিধানসভা নির্বাচনে দিল্লীতে ইভিএমের জিত হল।সেই সঙ্গে বিজেপি নেতার দাবি ২০১৫ সালের ভোটের ফলাফল বিশ্লেষন করলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল এবারে দিল্লীর বিধানসভা ভোটে সেই ভোট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে।দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে মুকুল বলেন, দিল্লীর ধাক্কা সামলে বাংলার গ্রাম ও শহরে যেভাবে দলীয় কর্মী সমর্থকেরা দলের বিভিন্ন কর্মসূচিতে ভিড় করছেন তাতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের পক্ষে সুখকর হবে না।তবে রাজ্য নির্বাচনের কমিশনের আওতায় কোন ভোটেই নিরাপত্তা থাকেনা।তাই স্বাভাবিক ভাবেই আগামী পুরসভা ভোটে মানুষ যদি নিজেদের ভোটাধিকার ঠিক মতো প্রয়োগ করতে পারে তাহলে একাধিক পুরসভা ও পুরনিগম বিজেপি দখল করবে।
Related Articles
আরামবাগে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প।
আরামবাগ, ৯ মার্চ:- হুগলির আরামবাগ রাজা রামমোহন হলে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যুৎ দপ্তররে কমী ও তাদের পরিবারদের নিয়ে একটি সেফটি আওয়ারেনেস ক্যাম্প। আরামবাগ ও তারকেশ্বর ডিভিসনাল বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এই ক্যাম্প হয়। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের শুভ সূচনা হয়। এদিন স্টেশন ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন […]
খেলা হবে স্লোগান রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যেও জনপ্রিয়তা পেয়েছে , আগামীদিনে আরো খেলা বাকি আছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ আগস্ট:- খেলা হবে স্লোগানকে সামনে রেখে তার দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিয়েছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলা হবে দিবসের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা নির্বাচনে তার দলের স্লোগান খেলা হবে ইতমধ্যেই তেই অন্যান্য রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। সংসদেও খেলা […]
চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে পৌরসভার সামনেই ধর্না কংগ্রেস নেত্রীর।
সুদীপ দাস, ১৮ নভেম্বর:- চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে পৌরসভার সামনে ধর্না কংগ্রেস নেত্রীর। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পৌরসভার। এই পৌরসভায় বিগত দিনের ট্যাক্স কালেক্টর পদে কর্মরত মনিকা শীল গত ৩১শে অক্টোবর অবসর গ্রহন করেছেন। মনিকাদেবীর বক্তব্য তিনি প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদিকা পদে বহাল রয়েছেন। ছাত্র রাজনীতি থেকেই জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত। শুধুমাত্র কংগ্রেস করেন বলেই তৃণমূল পরিচালিত […]