এই মুহূর্তে জেলা

ডেঙ্গু সচেতনতায় পদযাত্রা হাওড়ায়।

 

হাওড়া,১২ ফেব্রুয়ারি:- ডেঙ্গু, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হাওড়া পুরসভার উদ্যোগে বুধবার বিকেলে পুরসভার সদর কার্যালয় থেকে এক জনসচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য্য সহ পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ও কাউন্সিলররা। পুরসভার সদর কার্যালয় থেকে এদিন এই পদযাত্রা শুরু হয়। এরপর তা বিভিন্ন পথ অতিক্রম করে নরসিংহ দত্ত রোডের পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই পদযাত্রায় অনেক মানুষ অংশগ্রহণ করেন। ছিলেন পুরসভার স্বাস্থ্যকর্মীরাও। এদিন অরূপ রায় তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর মোকাবিলা করা সম্ভব নয়। হাওড়া পুরসভা ডেঙ্গু মোকাবিলায় নানাবিধ কর্মসূচি নিয়ে চলেছে। প্রতিবছরই স্বাস্থ্যবিভাগের তরফ থেকে ডেঙ্গু প্রতিরোধে পদযাত্রা করা হয় হাওড়া পুরসভার তরফ থেকে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.