এই মুহূর্তে জেলা

মাথাভাঙায় পুলিশের সাথে কানমাছি খেলল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

 

 কোচবিহার,১১ ফেব্রুয়ারি:- পুলিশের সাথে রীতিমত কানামাছি খেলল বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার তার সফরকে ঘিরে টানটান উত্তেজনা ছিল মাথাভাঙ্গা জুড়ে। এদিন মাথাভাঙা ১ নং ব্লকের গোপালপুর বাজারে বিজেপির ‘অভিনন্দন যাত্রা’ কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সহ বেশকিছু নেতৃত্ব কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ওই সভায় বিজেপি নেতৃত্ব প্রবেশ করলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই ভাবনা থেকেই পুলিশ তাদের আটকানোর জন্য প্রস্তুতি নিয়েছে পুলিশ। এই লক্ষ্যে সকাল থেকেই মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। সায়ন্তন বসু যাতে ঢুকতে না পারে তার জন্য মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে পঞ্চানন মোড়ে ভেরিয়ার লাগানো হয়।

There is no slider selected or the slider was deleted.


এদিন উপস্থিত ছিলেন পুলিশের মাথাভাঙা মহাকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, সিআই প্রণব সাউ, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার সহ বিভিন্ন পুলিশের আধিকারিকরা। পুলিশের কমব্যাট, মহিলা কমব্যাট, রেফ বাহিনী ছিল চোখে পড়ার মতো। পুলিশের সাজসাজ রফ থাকলেও রীতিমত তাদের চোখে ধুলো দিয়ে অন্য পথ দিয়ে পৌঁছায় এই নেতা। বিজেপির ছাপ কথা রাজ্যে কোথাও তাদের সভা ও সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। এরাজ্যে গণতন্ত্র নেই বলে বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। এই কারনে বিজেপি তাদের সরকারি অনুমতি ছাড়া তাদের সভা সমাবেশ সংঘটিত হচ্ছে।
অবশেষে পঞ্চানন মোড় থেকে পুলিশের আধিকারিক সহ পুলিশকর্মীরা পঞ্চানন মোড় থেকে স্থান বদল করে গোপালপুরের মাঝিবাড়ি এলাকায় চলে যায়। যদিও এব্যাপারে বিজেপির কোন প্রতিক্রিয়া মেলেনি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.