এই মুহূর্তে জেলা

এনআরসি এবং ক্যা-র প্রতিবাদে তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি হাওড়ায়।

 

হাওড়া,৫ ফেব্রুয়ারি:- সিএএ, এনআরসি এবং এনপিআর-র বিরুদ্ধে হাওড়ায় তৃণমূলের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হল। বুধবার বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টার এই কর্মসূচি নেওয়া হয়। এই ইস্যুতে ফেব্রুয়ারীর ১ ও ২ তারিখ মিছিল ও জনসভার পর এদিন হাওড়ায় মানব বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়। বালিখাল থেকে শুরু করে দানেশ শেখ লেন সর্বত্রই হাতে হাত ধরে শৃঙ্খলা রচনা করে এই মানব বন্ধব করা হয়। এদিন পঞ্চাননতলা মোড় থেকে পাওয়ার হাউস মোড়, ফাঁসিতলা মোড় থেকে কাজীপাড়া মোড়, মল্লিক ফটক থেকে নতুন রাস্তা মোড় এবং শিবপুর বাজার ধর্মতলা মোড় থেকে মন্দিরতলা পর্যন্ত মানব বন্ধন করা হয় তৃণমূলের উদ্যোগে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                             মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এনআরসি সিএএ ও এনপিআর-র বিরুদ্ধে এদিন মানব বন্ধন কর্মসূচি পালিত হয় বালিতেও। বালিখাল থেকে হাওড়া জি টি রোড হয়ে দীর্ঘ ৮ কিলোমিটার মানব বন্ধন হয়। হাওড়ায় এদিনের মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররাও কর্মসূচিতে যোগ দেন। এদিনের এই কর্মসূচির পাশাপাশি বৃহস্পতিবার ৬ তারিখেও একই ইস্যুতে হাওড়ার প্রতিটি ওয়ার্ডে প্রতিটি অঞ্চলে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.