কোচবিহার,৩১ জানুয়ারি:– চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ২৬ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার পুলিশ। শুধু তাই নয়, মোবাইল ফোন চুরি চক্রের সাথে যুক্ত দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের দফতরে আনুষ্ঠানিক ভাবে ওই মোবাইল গুলো তুলে দেওয়া হয়।
এদিন ওই মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পর জেলা পুলিশের ডিএসপি ক্রাইম তাপস মল্লিক জানান, গত জানুয়ারি মাসে তাঁরা অভিযান চালিয়ে ২৬ টি মোবাইল উদ্ধার করেন। ২৮ জানুয়ারি মোবাইল চুরি চক্রের সাথে যুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিন ২০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এদিন আসতে তারাও পরে এসে বাকি মোবাইল গুলো নিয়ে যাবেন।
কোচবিহার শহরের হাজরাপাড়া এলাকার বাসিন্দা জয়ন্তী দে কার্জী বলেন, “গত ডিসেম্বর মাসে বাজার থেকে ফেরার পথে আমার মোবাইল সহ একটি ব্যাগ হারিয়ে যায়। ওই ঘটনার পরের দিন কোতোয়ালি থানায় অভিযোগ জানাই। আজ আমার মোবাইল আমি ফিরে পেলাম। পুলিশের এই তৎপরতায় আমি ভীষণ খুশি।”