এই মুহূর্তে রাজ্য

দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে চললো গুলি। জখম এক।


 

নিউ দিল্লী,৩০ জানুয়ারি:- বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে আচমকা চলল গুলি। ঘটনায় জখম জামিয়ারই এক ছাত্র।গুলি চালিয়ো অভিযুক্ত চেঁচিয়ে উঠে, “ইয়ে লো আজাদি!”  জানা গেছে, অভিযুক্ত বন্দুকবাজের নাম রামভক্ত গোপাল। গুলি-কাণ্ড ঘটানোর আগে ফেসবুকে তিনটি লাইভ ভিডিও শেয়ার করেছে সে। সেই ভিডিওয় দাবি করেছে, নিজের ধর্ম রক্ষা করতে যাচ্ছে সে। দিল্লী  পুলিশ জানিয়েছে ,অভিযুক্ত বন্দুকবাজের অস্ত্র কেড়ে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার পরে জখম পড়ুয়াকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর হাতে গুলি লেগেছে। সেখানেই চিকিৎসা চলছে জখম পড়ুয়ার। জানা গেছে, তাঁর নাম শাদাব আলম। তিনি জামিয়ার মাস কমিউনিকেশনস বিভাগের ছাত্র।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                              জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, রাজঘাটের প্রতিবাদ জমায়েতে বসে ছিলো জামিয়ারই এর মুসলিম ছাত্ররা ,শান্তি শৃঙ্খলায় চলছিল এই আন্দোলন , একটা সময়ে পুলিশে এই আন্দোলনকারী দের কাছে আসতে গেলে অভিযোগ সেই সময়েই পুলিশি নিরাপত্তা টপকে, ব্যারিকেড পার করে , পিস্তল হাতে মিছিলের একেবারে সামনে চলে আসে অভিযুক্ত। প্রথমে আকাশের দিকে তাক করে ফায়ারিং চলে , তার পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায় সে। গুলি লাগে এক ছাত্রের হাতে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে , পুলিশি পাহারা এড়িয়ে কীভাবে ওই যুবক গুলি চালাল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.