পশ্চিম মেদিনীপুর,২৯ জানুয়ারি:- মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবনগর এলাকায় গুলিচালনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই দায়ী বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুর শহরে সাংসদের অস্থায়ী বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা মারপিট করেছে, গুলি চলিয়েছে”। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেস দলটি এখন সমাজবিরোধী দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে। এই দলটিতে এখন মমতা ব্যানার্জি বা পার্থবাবু কারোরই আর কোন নিয়ন্ত্রণ নেই।
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা মহিলাদের কোন সুরক্ষা নেই। এই অবস্থার প্রতিবাদ করলে পুলিশ ধরে নিয়ে যাবে বা গুন্ডারা গুলি চালাবে ফলেও তিনি মন্তব্য করেছেন। অপরদিকে সরস্বতী পূজায় মাতলেন পশ্চিম মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বুধবার খড়গপুরে দলীয় কর্মীদের সাথে নিয়ে মা সরস্বতীর সামনে যজ্ঞ করলেন তিনি। প্রসঙ্গত সাংসদ হওয়ার পর এই প্রথম রেল শহরের সরস্বতী পুজোয় যোগ দিলেন তিনি। সরস্বতী পূজার মধ্যে দিয়েই সারলেন জনসংযোগ।উপস্থিত ছিল শতাধিক বিজেপি কর্মী সমর্থক থেকে বিজেপি নেতৃত্ব।