এই মুহূর্তে জেলা

মালদা জেলার কমলাবাড়ী এলাকায় নিকাশি নালা বন্ধ করে ভরাট হচ্ছে জলাভূমি। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন।


 

মালদা২৯ জানুয়ারি:- অবৈধভাবে মালদা শহরের জল নিকাশি ব্যবস্থার বন্ধো করার অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ তুলে তারা দ্বারস্থ মালদা জেলা প্রশাসনের। সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর রাতের অন্ধকারে চলছে জলাভূমি ভরাট বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই জায়গা ভরাট হলে আগামীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আকার নিতে পারে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। অথচ নির্বিকার প্রশাসন বলে অভিযোগ উঠেছে।  প্রসঙ্গত মালদা জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বর্ষার জল নালা ভরাট করার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা ইংরেজ বাজার এলাকার যদুপুর এলাকার বাসিন্দারা। এমনকি ভরাট রুখতে সদর মহকুমা শাসক ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। স্থানীয়দের লিখিত অভিযোগ ওই নালার বর্ষার মৌসুমে মালদা শহরের সহ আশেপাশের এলাকার জল বেরিয়ে ভাটরার বিলে গিয়ে পড়ে ফলে শান্তিতে থাকতে পারে মালদা জেলা বাসি।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                         এমন অবস্থা হলে মালদা জেলার জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হবে ফলে মালদা শহরের সাধারণ মানুষ জমা জলে বানভাসি হতে বাধ্য হবে। বাঁচার উপায় ওই এলাকার জল বেরোনোর একমাত্র জায়গা যদুপুর হিমঘর সংলগ্ন নালাটি। ওই নাম্বার থেকে মাটি ফেলে ভরাট করার চেষ্টা চলছে দুষ্কৃতীদের। ঘটনার অভিযোগ পেয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদা জেলার মহকুমা শাসক সুরেশচন্দ্র বোনো। তিনি বলেছেন এই নিয়ে একটি অভিযোগ পেয়েছি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা শীঘ্রই জায়গাটি পরিদর্শন করতে যাব। মালদা জেলা ভূমি ও ভূমি সংস্কার অধিকারি পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করা হবে বলে জানিয়েছেন যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.